



উত্তরপ্রদেশে দলিত নিগ্রহ, কমোড চুরি
সাশ্রয় নিউজ : আবার খবরের শিরোনামে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। এক দলিত ব্যক্তিকে কমোড চুরির অভিযোগে মাথা মুড়িয়ে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ উত্তরপ্রদেশের একজন বিজেপি নেতা ও তাঁর সাগরেদের বিরুদ্ধে। ওই নেতা অভিযোগ করেছেন, হার্দির একটি বাড়ি থেকে কমোড চুরি করেন রাজেশ কুমার।
উত্তরপ্রদেশের বরাইতের এই ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। উল্লেখ যে, ওই দলিত ব্যক্তিকে মাথা মোড়ানোর পরে রাস্তায় ঘোরানো হয়। এমনকী বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাজেশ কুমার নামে ওই ব্যক্তিকে বেধড়ক পেটান বিজেপি নেতা ও দুই সাগরেদ।
মাথা মুড়িয়ে সারা মুখে কালি লাগিয়ে রাস্তায় ঘোরানোর সময় জনতার উল্লাস চোখে পড়ে। ভিডিও করে উল্লসিত মানুষজন। ভিডিও ছড়িয়ে পড়ে মোবাইলে মোবাইলে। পুলিশ সেই ভিডিও দেখে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেন। পুলিশের গ্রেফতার হয় দুই সাগরেদ। অভিযুক্তদের নামে মামলা শুরু করেছে পুলিশ। ওই নেতা এখনও গ্রেফতার বা আটক হননি।
