



এ বসন্তে শান্তিনিকেতনে অভিব্যক্তি-এর অনুষ্ঠান
সানি সরকার ★ শান্তিনিকেতন : উত্তর প্রদেশ থেকে নিয়মিত প্রকাশিত হয় অভিব্যক্তি নামে একটি সাহিত্য পত্রিকা। সকলের জানা উচিত, ওই পত্রিকাটিকে কেন্দ্র করে বেশ লম্বা একটি সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়েছে। সেই পরিমণ্ডল বিস্তৃত হয়ে রয়েছে বিভিন্ন প্রান্তে।
২৬ মার্চ ২০২৩ বোলপুর-শান্তিনিকেতনের প্রকৃতি ভবনে অভিব্যক্তি সাহিত্য পত্রিকা-এর সাম্প্রতিক সংখ্যাটি প্রকাশিত হল।
উন্মুক্ত বাতায়ন-এ সৃষ্টির স্পন্দন নিয়ে উপস্থিত ছিলেন পত্রিকাটিকে কেন্দ্র করে গড়ে ওঠা বৃহৎ পরিবারের সদস্যরা।
ওইদিন ভাষার সঙ্গে ‘ভাষার মেলবন্ধন’ -এ সুদৃঢ় সৃষ্টির অসামান্য কোরাস প্রজ্বলন হয় শান্তিনিকেতনের আকাশে বাতাসে।
অনুষ্ঠানটিতে বিশেষ উপস্থিতি ছিল অভিব্যক্তি-এর সভাপতি অজয় চক্রবর্তী, কবি আরণ্যক বসু, ডঃ আশিস কুমার নন্দী, বরুন চক্রবর্তী, তাপস সাহা, বিন্দাস ভার্গব, চন্দ্রশেখর সরকার সহ আরও বহু সৃষ্টিশীল মানুষদের। অতিথিদের হাত দুয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় শ্রীমতী ডালিয়া মুখার্জী সম্পাদিত অভিব্যক্তি-এর সাম্প্রতিকতম সংখ্যাটির।
ওই অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ডালিয়া মুখার্জী সম্পাদিত ‘বসন্তের নকশিকাঁথায়’ শীর্ষক গল্পগ্রন্থটিও।
