



আগামীকাল বিহারে অমিত শাহ
সাশ্রয় নিউজ ★ পাটনা : বিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর কর্মসূচি নিয়ে বিজেপি সমর্থকদের ভেতর উৎসাহ দেখা গিয়েছে। গত ৬ মাসে এটি শাহ-এর চতুর্থ বিহার সফর। বিহারের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী জানান, আগামী পাটনা পৌঁছে তিনি রাত্রিবাস করবেন। ২টি জনসভায় তাঁর বক্তৃতা করার কথা। যোগ দেবেন সম্রাট অশোক-এর জন্মবার্ষিকী অনুষ্ঠানেও। স্বরাষ্ট্র মন্ত্রী-এর বিহার সফর নিয়ে নিরাপত্তারক্ষীরা আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে রেখেছেন রাজ্য সরকার বলে উল্লেখ।
