



আউসগ্রামে চোলাই মদ সহ গ্রেফতার ২
সাশ্রয় নিউজ ★ আউসগ্রাম : চোলাই মদ সহ একজনকে গ্রেফতার। পুলিশ সূত্রে উল্লেখ, ধৃতের নাম গোপীনাথ বাগদি। তিনি আউসগ্রাম থানার গোন্নার বাসিন্দা। তাঁর কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরও খবর, ওই ব্যক্তি সাইকেলে একটি প্লাস্টিকের জারে করে চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখনই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আরেকটি ঘটনায়, মঙ্গলা মুর্মু নামে একজনকে চোলাই সহ গ্রেফতার করে পুলিশ। ধৃত আউসগ্রামেরই জালিকাঁদর গ্রামের বাসিন্দা বলে উল্লেখ। সোমবার ধৃতদের আদালতে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর।
ছবি : প্রতীকী
