Sasraya News

Wednesday, June 18, 2025

IPL : আইপিএল-এর আগে ধোনির চোট? আশঙ্কা ক্রিকেট মহলে

Listen

আইপিএল-এর আগে ধোনীর চোট? আশঙ্কা ক্রিকেট মহলে

সাশ্রয় নিউজ ★ চেন্নাই : কাঙ্ক্ষিত আইপিএল শুরু হতে আর ক’য়েক দিন। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল মহারণ। চেন্নাই সুপার কিংসের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ধোনির ক্রিকেট ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষামান ধোনিভক্তকূল। তার আগেই কী ধোনি চোট পেলেন? ধোনি বাম পায়ে চোট পেয়েছেন বলে বিশেষ সূত্রের খবর। নি-ক্যাপ পরানো হয়েছে ধোনির পায়ে। স্বভাবতই চিন্তার ভাঁজ চেন্নাই সুপার কিংস শিবিরে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment