Sasraya News

Friday, March 28, 2025

TMC : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার দ্বিতীয় দিন

Listen

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার দ্বিতীয় দিন

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ১০০ দিনের টাকা আদায়ের দাবীতে রাজ ভবনের সামনে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শনিবার দ্বিতীয় দিনে পড়ল তাঁর ধর্না। গতকাল থেকে ধর্না অব্যাহত রেখেছেন অভিষেক। তিনি গতকালকেই জানিয়ে দেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস না ফেরা পর্যন্ত ধর্না চলবে। ডায়মন্ড হারবারের সাংসদ সারা রাত সেখানেই রাত কাটান দলের অন্য নেতানেত্রীদের সঙ্গেই। আজ বেলা ১১ টা থেকে ফের তিনি ধর্না মঞ্চে বসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে সরব হতে দেখা যায় ‘জমিদারি’ ইস্যু নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন, “জমিদারদের বিরুদ্ধে আমাদের লড়াই আগের থেকে আরও বেশি তীব্র। আজ আমাদের অবস্থানের দ্বিতীয় দিন। রাজ্যপাল আমাদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা না করা পর্যন্ত আমরা ধরনা চালিয়ে যাব। কঠিন প্রশ্ন এড়িয়ে যাওয়ার দিন শেষ, এবার আমাদের মুখোমুখি হয়ে জবাব দেওয়ার সময় এসেছে।”

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment